সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

এশিয়া কাপ বাছাইয়ে অংশ নিতে প্রস্তুতি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৮:০৬ পিএম, ১৭ মে ২০২২ মঙ্গলবার


বসুন্ধরা ‍কিংস অ্যারেনায় মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপ বাছাই পর্বের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। কোচ হাভিয়ের ক্যাবরেরার উপস্থিতিতে ২০ জন ফৃটবলার ক্যাম্পে অংশ নিয়েছেন। তবে এএফসি কাপ খেলতে যাওয়ায় দলে নেই বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড়।

চলতি মাসের ২৭ তারিখে ইন্দোনেশিয়ায় ক্যাম্প করবে বাংলাদেশ। সেখানে ১ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এরপর জামালরা এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে পাড়ি দেবেন মালয়েশিয়াতে।
সেখানে ৮ জুন বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১১ জুন তুর্কমেনিস্তান ও ১৪ জুন স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে তপু-জিকোরা।

এর আগে গত ১৪ মে এশিয়া কাপ বাছাইয়ের জন্য প্রথম দফায় ২১ সদস্যের দল ঘোষণা করা হয়। প্রথম দফার এই দলে নেই বসুন্ধরা কিংসের কোনো ফুটবলার। এএফসি কাপে বসুন্ধরা কিংসের পারফরম্যান্স দেখে তারপরই ঘোষণা করা হবে চূড়ান্ত দল। ২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে অংশ নেবে ২৪ দেশ। স্বাগতিক চীনসহ এরই মধ্যে ১৩ দেশ সরাসরি মূল পর্ব নিশ্চিত করেছে। বাছাই পর্ব থেকে মূল পর্বে জায়গা করে নেবে ১১টি দেশ।