রোনালদোর ম্যানইউকে একহালি দিয়ে শীর্ষে লিভারপুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:০৬ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার

ম্যানচেস্টার ইউনাইটেডের সেই জৌলুশ না থাকলেও লিভারপুলের বিপক্ষে তাদের ম্যাচ অন্য আমেজ এনে দেয় দর্শকদের মধ্যে। থাকে টান টান উত্তেজনা। সেই আবহ এবারও ছিল অ্যানফিল্ডে।
কিন্তু ম্যানইউর দর্শকদের কষ্ট বুকে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। কারণ, স্বাগতিক লিভারপুলের কাছে একহালি গোল হজম করেছে ম্যানইউ। ৪-০ ব্যবধানে অল রেডদের কাছে হেরেছে রেড ডেভিলরা।
লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। ১টি করে গোল এসেছে সাদিও মানে এবং লুইজ দিয়াজের কাছ থেকে।
সে সঙ্গে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানচেস্টারের আরেক দল সিটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে লিভারপুল। ৩২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৬। ৩১ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৪। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে ম্যানইউ।
বিস্তারিত আসছে...