বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

যারা মুজিবনগর দিবস পালন করে না, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয়’

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রোববার

ঐতিহাসিক মুজিবনগর দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

রোববার সকাল ৭ টা ৫৫ মিনিটে শুরুতেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরপর আওয়ামী লীগের পক্ষে দলের সিনিয়র নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধার্ঘ অর্পণ করেন ওবায়দুল কাদের। 

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "যারা মুজিবনগর দিবস পালন করে না তারা মুক্তিযোদ্ধা নয়। এরা ছদ্ধবেশি বর্ণচোরা মুক্তিযোদ্ধা।"

এসময় অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার শপথ নেয়ারও কথা বলেন ওবায়দুল কাদের।

এদিকে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ এবং ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।