সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

এনবিআরের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’  আজ ৫ ঘণ্টা বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার

বৃহস্পতিবার (১৪ এপিল) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস: অটোমেশন) রাকিবুল হাসানের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


চিঠিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের আপগ্রেডেশনের কার্যক্রম সম্পন্ন করতে শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১১ টা পর্যন্ত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী জাগো নিউজকে বলেন, বিষয়টি এরই মধ্যে চট্টগ্রাম কাস্টমসের পক্ষ থেকে সব স্টেকহোল্ডারদের ই-মেইল ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

এনবিআরের ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম’ সফটওয়্যারটি বিদেশ থেকে পণ্য আমদানির পর শুল্কায়ন থেকে শুরু করে যাবতীয় সব কার্যক্রম হয়। এই সফটওয়্যারের আওতায় দেশের সব বন্দর কাজ করে।