গাংনীতে ইজিবাইকের ধাক্কায় শিশু আহত
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

লিটন মাহমুদ মেহেরপুর :মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া বাজারের সড়কের উপর ইজিবাইকের সাথে ধাক্কা লেগে জিনিয়া খাতুন ৮ নামের এক শিশু আহত হয়েছে। আহত জিনিয়া গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের জিনারুল ইসলামের মেয়ে।
জিনিয়াকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে। কর্মরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসা দেয়া জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আজ সোমবার দুপুরে ২ টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। এব্যাপারে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।