বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৪ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

‘হুমকি দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না’

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রোববার


অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ঘণ্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের হুমকি-ধমকি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে কলম বন্ধ করা যাবে না। জীবন বাজি রেখেই আমরা সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি। আজ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আমাদের সহকর্মীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যেটি সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারে না। হুমকিদাতা নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. ফজলে এলাহী খাঁনকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জাগো নিউজের কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব শহিদুল্লাহ মিয়াজী, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও বৃহত্তর কুমিল্লার সভাপতি আবুল কাশেম গাফুরী, মানবজমিনের নিজস্ব প্রতিবেদক জাহিদ হাসান, ডিবিসি টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, স্পাইস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার খালিদ সাইফুল্লাহ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার বাহার রায়হান, কুমিল্লা ফটোসাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জাগরণী টিভির আশিকুর রহমান, কালের কণ্ঠ ও বিডিনিউজের আবদুর রহমান, দীপ্ত টিভির শাকিল মোল্লা, নিউজ বাংলার মাহফুজ নান্টু, স্পাইস টেলিভিশনের রিপোর্টার মাসুদ আলম ও ঢাকা পোস্ট প্রতিনিধি অমিত মজুমদার প্রমুখ।

‘হুমকি দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না’

মানববন্ধনে এসএটিভির কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসেন, গ্লোবাল টিভির সাইফুল ইসলাম সুমন, আজকের পত্রিকার জহিরুল হক বাবু, আমাদের নতুন সময়ের মো. জসিম উদ্দিন চৌধুরী, আজকের জীবনের নেকবর হোসেন, আমাদের কুমিল্লার এন কে রিপন, আজকের কুমিল্লার শাহ ইমরান, দুর্নীতির সন্ধানের কুমিল্লা প্রতিনিধি ম্যাক রানা, দ্যা ডেইলি ক্যাম্পাসের শাহরিয়ার ইমন জয়, আকাশ টিভির মহিউদ্দিন আকাশ, কুমিল্লা নিউজের মো. সাফি, আমাদের কুমিল্লার তৌহিদ খন্দকার তপু, পথিকৃৎ কুমিল্লার সুমন কবির ভূঁইয়া, ভোরের কলমের হাবিবুর রহমান মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।


বক্তারা আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, হত্যার হুমকিসহ বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে। যখনি আমরা কোনো দুর্নীতি কিংবা অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি তখনিই চালানো হয় এসব নির্যাতন। আমরা স্বাধীন দেশের স্বাধীন পেশা সাংবাদিকতাকে পরাধীন হতে দিবো না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের লিখনি অব্যাহত থাকবে।

এর আগে ১ ফেব্রুয়ারি জাগো নিউজে ‘নোয়াখালী মেডিকেলের ডা. ফজলে এলাহী খানকে ওএসডি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জের ধরে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।