‘ওয়াসিম আকরাম’ হল অব ফেমে, যা বললেন আফ্রিদি
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

সর্বকালের সেরা বাঁহাতি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হল অব ফেমে জায়গা পেয়েছেন। এতে উচ্ছ্বসিত সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। খুশি হওয়ারই কথা। আফ্রিদির ‘গুরু’ বলতে যা বোঝায়, আকরাম তো সেটিই।
দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন এ তারকা। কেবল জেতেননি, বিশ্বজয়ে রেখেছিলেন বড় অবদান। টেস্ট কিংবা ওয়ানডে পরিসংখ্যানই আসলে তার হয়ে কথা বলে। দেশকে তিনি নেতৃত্ব দিয়েছেন লম্বা সময়।
১৯৯৬ নালে কেনিয়ার নাইরোবিতে আকরামের অধিনায়কত্বে অভিষেক ঘটে আফ্রিদির। বলতে গেলে আকরামের হাত ধরেই উঠে আসা। তাই গুরুর অর্জন তাকে আনন্দিত, গর্বিত করবেই।
তার ক্যারিয়ারের বড় একটি অংশ কেটেছে আকরামের অধিনায়কত্বে। ৫৮ ওয়ানডে আর পাঁচটি টেস্ট ম্যাচে মাঠে নেমেছিলেন আকরামের নেতৃত্বে। আফ্রিদি নিজেও স্বীকার করেন, তার অধিকাংশ আন্তর্জাতিক অর্জন, সাফল্য আকরামের অধীন।
পাকিস্তানের সংবামাধ্যম দ্য ফাস্ট স্টোর এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির হল অব ফেমে আকরামের নাম আসায় তাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন আফ্রিদি, ‘এটি অসাধারণ এক কিংবদন্তিকে দেওয়া অসাধারণ এক স্বীকৃতি। ওয়াসিম আকরাম আমার অন্যতম আদর্শ। তার অধীন খেলা ছিল সম্মানের। আমার ক্রিকেট ক্যারিয়ারের বেশিরভাগ সাফল্যে ওয়াসিম ভাইয়ের অবদান। সর্বকালের অন্যতম সেরা এ ক্রিকেটারের অবদানের স্বীকৃতি দিয়ে দুর্দান্ত একটা কাজ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।’
এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ফজল মাহমুদ, হানিফ মোহাম্মদ, জহির আব্বাস, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ ও আবদুল কাদির। পিসিবির হল অব ফেমে তারাই জায়গা করে নেন, পাকিস্তান ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে যাদের অবদান অসামান্য। সেই ক্রিকেটারদের সাফল্য, কীর্তি ও পরিসংখ্যান বিবেচনায় নিয়েই দেওয়া হয় এ স্বীকৃতি।
ওয়াসিম আকরাম টেস্ট ক্রিকেটে ৪১৪ (১০৪ টেস্টে) উইকেট আর ওয়ানডেতে ৫০২ (৩৫৬ ওয়ানডেতে) উইকেট নেন। ব্যাট হাতেও ছিলেন বেশ উজ্জ্বল। টেস্টে তার রান ২ হাজার ৮৯৮, আর ওয়ানডেতে ৩ হাজার ৭১৭। এমন একজন ক্রিকেটার ‘হল অব ফেমে’ তো জায়গা করে নেবেনই। সেই স্বীকৃতির স্মারকটিও তিনি নিয়েছেন বিশ্বক্রিকেটের আরেক গ্রেট স্যার ভিভ রিচার্ডসের কাছ থেকে। এ মুহূর্তে পিএসএলের একটি দলের সঙ্গে আছেন ক্যারিবীয় তারকা।