সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

ম্যাচ পরিচালনা করবেন যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটিতেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন নিয়ামুর রশিদ রাহুল।


এছাড়া প্রতিটি ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মোর্শেদ আলী খান।

প্রথম ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। দ্বিতীয় ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ।

তৃতীয় ও শেষ ম্যাচে গাজী সোহেল ও তানভীর আহমেদ অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

তিন ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ, গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।