সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা, শাখা ব্যবস্থাপক সম্মেলন  

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার

তিনি  কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন শাাখার গ্রাহক প্রতিষ্ঠান দেশ এগ্রো, সুবর্ন অটো রাইস মিল, কে এন, বি এগ্রো এবং রশীদ এগ্রো ইন্ড্রাস্টিজ  পরিদর্শন করেন।  

 

কুষ্টিয়া অঞ্চল আয়োজিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  বলেন- ‘ বঙ্গবন্ধুর প্রদত্ত নাম অগ্রণী ব্যাংক। মুজিব শতবর্ষে  আসুন অঙ্গীকার করি  কৃষি সমৃদ্ধ লালন ও রবীন্দ্রনাথ ধন্য কুষ্টিয়া অঞ্চলের মানুষকে ব্যাংকিং সেবা প্রদান করে আমরা আরো সমৃদ্ধতর করি।’ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম।

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল একাউন্টস ডিভিশন ও খুলনা সার্কেল মহাব্যবস্থাপক,সিএফও মনোয়ার হোসেন এফসিএ, ক্রেডিট ডিভিশনের মহাব্যবস্থাপক ড.মোঃ আব্দুল্লাহ আল মামুন, রিকভারি ডিভিশনের মহাব্যবস্থাপক মোঃ আশেক এলাহী এবং কুষ্টিয়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক সহ প্রমূখ।