রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

পরীক্ষামূলকভাবে  প্রথম লাইন পদ্ধতিতে  চাষ  করা হয়েছে বারি মসুরী ৮

লিটন মাহমুদ মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার

তেঁরাইল গ্রামের তিনজন কৃষক,বাদল হোসেন,কাবরান আলী,বেল্টু মিয়া এবছর ২ একর জমিতে  কৃষি অফিসার লাভলী খাতুনের পরামর্শে প্রথম চাষ শুরু করেছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া বারি  মসুর ৮ এবার উৎ্পাদনও বাম্পার ফলন হবে বলে চাষীরা জানান।

 

চাষিদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে।আবহাওয়া অনুকুলে থাকলে গত বছরের তুলনায় এবার উন্নত জাতের বারি মসুর ৮ চাষে  ফলন আশানুরুপ হবে।স্বল্প সময়ের অধিক লাভজনক এ ফসলটি চাষে কৃষকদের মধ্যে খুবই আগ্রহ বাড়ছে বলে জানান গাংনী উপজেলা কৃষি অফিসার  লাভলী খাতুন।তিনি আরও বলেন, গেল অগ্রহায়ন মাসে কৃষকরা মসুর চাষ শুরু করেছেন। 

 

চলতি মৌসুমে  বারী মসুর-৩ ও ৬ জাতের মসুরের চাষ হয়েছে।এই প্রথম গাংনী উপজেলায় উন্নত জাতের বারি মসুর ৮ পরীক্ষামূলক ভাবে ২ একর জমিতে চাষ করা হয়েছে আগামি ফাল্গুনেই জমি থেকে মসুর ডাল উঠবে।এবার শীতে কুয়াশা কম থাকায় মসুরের ফলন ভালো হবে বলেই তিনি আশা করেন।