বৃষ্টিস্নাত প্রথমদিনে দাপট বাংলাদেশের পেসারদের
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার

দুদিনের ম্যাচের প্রথমদিন খেলা হয়েছে মাত্র ২৭.৩ ওভার। এরপরই বৃষ্টি। তার আগে টসে জিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড একাদশকে ব্যাট ধরিয়ে দেয় সফরকারীরা। ফলও পাওয়া যায় হাতেনাতে। ৭১ রানেই পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ।
প্রতিপক্ষের পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের দুই পেসার। আবু জায়েদ নয় ওভারে ২৭ রানে তিন উইকেট। তাসকিন আহমেদ দুই উইকেট। তিনি ২৬ রান দেন ৮.৩ ওভার বল করে।
নিউজিল্যান্ড একাদশের জ্যাকব ভুলা ২১ রানে অপরাজিত। ইনজুরি কাটিয়ে ফেরা ডেভন কনওয়ে মাত্র দুই বল স্থায়ী হন। ইংল্যান্ডের বিপক্ষে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হাতে চোট পান কনওয়ে। ভাঙা হাত নিয়ে ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। নিউজিল্যান্ড একাদশের অধিনায়ক কনওয়ে ও নিল ওয়াগনার এই ম্যাচে দুই পরিচিত মুখ।
বিনা উইকেটে আট রান থেকে তিন উইকেটে আট রানে পরিণত হওয়া স্বাগতিকদের ঈষৎ স্বস্তি দেন জ্যাক বয়েল ও মিচ রেনউইক। এরপর আবার বৃষ্টি নামে। ৯.২ ওভারে খেলা থামার পর মধ্যাহ্নবিরতি পর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি।
১ জানুয়ারি বে ওভালে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে মাঠে গড়াবে ৯ জানুয়ারি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড একাদশ প্রথম ইনিংস ৭১/৫ (জ্যাক বয়েল ২০, মিচ রেনউইক ১৮, জ্যাকব ভুলা ২১*। তাসকিন আহমেদ ২/২৬, আবু জায়েদ ৩/২৭)।