ভাণ্ডারিয়ায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি,
প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
সে উপজেলার ইকড়ি গ্রামের মো. শামসুল হক হাওলাদার এর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হেলাল হালাওলাদার বৃহস্পতিবার সকালে তার ব্যক্তিগত মোটসাইকেল নিয়ে ইকড়ি থেকে ভাণ্ডারিয়া যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে বেপারোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্রকে সাইড দিতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই মারা যায় হেলাল।
ভাণ্ডারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক বজলুর রহমান জানান, সড়কে নিহত হেলালের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।