রংপুর বিভাগের নীলফামারীর ৪ কর্মকর্তা পেলেন শ্রেষ্ঠত্বের পুরষ্কার
নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
রংপুর বিভাগের মধ্যে নীলফামারীর পুরষ্কার প্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী (যুগ্ম-সচিব), শ্রেষ্ঠ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ও শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহম্মেদ আহসান হাবিব।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল এগারোটায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় মানবাধিতার কমিশন কর্তৃক আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মূল্যবোধ’ শীর্ষক রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তাদের হাতে পুরষ্কার তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকির হোসেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা সহ আরো অনেকে। শ্রেষ্ঠ ৪ কর্মকর্তার পুরষ্কার পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভিন্ন পর্যায়ের মানুষেরা।