বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

আক্কেলপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ

মতলুব হোসেন, জয়পুরহাট

প্রকাশিত : ০৫:২০ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার

গতকাল সরোজমিনে গিয়ে দেখা যায়, জমির মালিক সজল ও মাটি ব্যবসায়ী জুয়েল ্এর উপস্থিতিতে চলছে ভেকু মেশিন দ্বারা জমির উপরের স্তরের মাটি কাটার কাজ। মাটি বহনের জন্য অনবরত রয়েছে ট্রাক্টারের চলাচল। এতে গ্রামের মানুষের চলাচলের রাস্তার ক্ষতি সাধিত হচ্ছে।

 জমির মালিক বলেন, ‘মাটি উত্তোলনের জন্য আমার কোন অনুমোদন নেওয়া নেয়। আমি নিজ উদ্যোগে আমার জমির মাটি বিক্রি করছি।’

অভিজ্ঞজনেরা বলছেন, জমির ্উপরের স্তরের মাটি ফসল ্উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। যদি উপরের স্তরের মাটি কেটে নেওয়া হয় তবে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটবে। উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসানকে অবগত করলে তিনি বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ’