বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষাবিদ শাহাদাতের ‘অবকাশের ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন 

মশিউর রহমান সেলিম, কুমিল্লা

প্রকাশিত : ০৪:২৯ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার

 ওই অনুষ্ঠানে উপজেলার ৬নং উত্তরদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ হারুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইউনুছ ভুঁইয়া। 

মাষ্টার সামছুল আলম ও মহিউদ্দিন ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাকসাম   উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা। ওই অনুষ্ঠান মালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওই বইয়ের লেখক শিক্ষাবিদ আলহাজ¦ মাষ্টার শাহদাত হোসাইন। 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাজী নুরুল আমিন সিদ্দীকি, অধ্যক্ষ রনজিত দাশ, অধ্যক্ষ মেজবাহ্ উদ্দিন, হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঁইয়া, আ’লীগ নেতা গোলাম মোস্তফা, অধ্যাপক মঞ্জুরুল আলম, তোফাজ্জেল, বশির উল্ল্যাহ বাচ্চু, আবু ইউছুপ, ব্যবসায়ী বদিউল আলম, মোজাম্মেল হোসেন মামুন, মোতায়ের হোসেন, অধ্যাপক মনিরুজ্জামান, শিক্ষক কামাল হোসেন হেলাল, মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, যুবলীগ নেতা মিজানুর রহমান।

অনুষ্ঠানমালা শেষে লেখক শাহদাত হোসেনের দীর্ঘায়ু কামনা উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন হযরত মাও. হেলাল উদ্দিন আনছারী ও  হযরত মাও. হাছানুজ্জাান প্রমুখ।