মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০১ জ্বিলকদ ১৪৪৬

ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো সাবেক ব্যাংক কর্মকর্তার

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৬:০৫ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

 

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় আমির হোসেন (৬৯) নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় পার্বতীপুর রেল স্টেশনে প্রবেশের মুখে রেলওয়ের লোকোসেডের সামনে এই দুর্ঘটনা ঘটে।


আমির হোসেন পার্বতীপুর শহরের ইসলামপুর কালীবাড়ি মহল্লার বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে রেলওয়ের লোকোসেডের সামনে পায়চারি করছিলেন আমির হোসেন। এ সময় চিলাহাটি এক্সপ্রেস তাকে ধাক্কায় দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পার্বতীপুর রেল স্টেশন মাস্টার শারমিন আক্তার জানান, এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।