মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০১ জ্বিলকদ ১৪৪৬

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের প্রস্তুতি সভা সম্পন

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার,ভাইস চেয়ারম্যান মোতালেব মোল্যা,ফরিদা পারভীন,বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার মোল্যা,

চরভদ্রাসন উপজেলার চার জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- আজাদ খান,ইয়াকুব আলী,ফরহাদ হোসেন,জাহাঙ্গীর কবির, ও সাংবাদিক- মেজবাহ্ উদ্দিন,আব্দুস সবুর কাজল,নাজমুল হাসান নিরব,সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীলরা সভায় উপস্থিত ছিলেন।

যথাযথ যোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাষ্ট্রের নির্দেশনা মেনে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে বিজয় দিবস পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছ।