অগ্রণী ব্যাংক এর ‘এনপিএল ম্যানেজমেন্ট অ্যানালাইসিস’ শীর্ষক কর
প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২২ নভেম্বর ২০২১ সোমবার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক এবং অগ্রণী ব্যাংক এর পর্যবেক্ষক এ,কে,এম ফজলুর রহমান, বাংলাদেশ ব্যাংক ,খুলনার নির্বাহী পরিচালক এস.এম হাসান রাজা।
অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, খুৃলনা সার্কেল এর মহাব্যবস্থাপক এবং সিএফও মোঃ মনোয়ার হোসেন,এফসিএ, মহাব্যবস্থাপক (ঋণ) ড. আব্দুল্লাহ আল-মামুন, মহাব্যবস্থাপক (ঋণ আদায়) মোঃ আশেক এলাহী এবং খুলনা সার্কেলে কর্মরত উপ-মহাব্যবস্থাপক রোকসানা আরা হোসেন। কর্মশালাটি সঞ্চালনা ও সমন্বয় করেন এবিটিআই পরিচালক সুপ্রভা সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে আবু ফারাহ মোঃ নাসের -শ্রেণী বিন্যাসিত ঋণের হার একক অংকে নামিয়ে আনার পাশাপাশি সকল ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংকের শীর্ষে থাকার জন্য সেবার মান উন্নয়নে আরো যত্ববান হওয়ার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলামও খেলাপী ঋণ আদায়ে এবং তার ঘোষিত ১০০ দিনের কর্মসূচী বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।