বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

পাঁচবিবিতে ফুলে ফুলে ভরা শিম ঝাংলা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২১ নভেম্বর ২০২১ রোববার

আগে বাড়ির পাশে পরিতক্ত স্থানে, উঠানে ঝাংলায় ও ছাদে গৃহিনীরা বিভিন্ন সবজি চাষ করত। এখন কৃষকরাই লাইলন সুতা, জিআই তার এবং বাঁেশর খুটির (ঝাংলা) মাচায় চাষ করছেন করলা, লাউ, পটলের পাশাপাশি শীম। চাষীরা বলেন, অধিক বৃষ্টির ফলে জমিতে পানি জমে ফসলের গাঁয়ে দাগ ধরে ও পঁচে যায় এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। অপরদিকে পঁচা ও দাগ ধরা ফসল বাজারেও দাম কম।

উপজেলার কোকতারা চম্পাতলী মাঠে আবু বকর ৫ হাজার টাকা খরচ করে এক বিঘা জমিতে শীমের চাষ করেছে। সীমের গাছের (লতা) ডগা ফুলে ফুলে ছেয়ে গেছে। ডগার গোড়ায় ছোট ছোট শীমও ধরেছে। কৃষক বকর বলেন, এই ঝাংলায় প্রথমে করলা চাষ করেছিলাম। করলার শেষের দিকে শীম চাষ করেছি ফুলও ধরেছে।

শীমের দাম এখন ভাল কিছুদিনের মধ্যে বাজারে বিক্রয় করতে পারলে লাভ হবে এমন আশা তার। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, উপজেলায় এবছর ১৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন রকমের সবজির চাষ হয়েছে। সকল প্রকার ফসলের পাশাপাশি সবজি চাষীদেরকে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করেন বলেও জানান এ কৃষি কর্মকর্তা।