বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৪ নভেম্বর ২০২১ রোববার
বিনামুল্যে ডায়াবেটিস ও স্বাস্থ্য পরীক্ষা সহ অন্যান্য কর্মসূচির পাশাপাশি বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের আয়োজনে এদিন সকাল ১০টায় ধানহাটি মোড়ে ডায়াবেটিক সমিতির সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর সভাপতিত্বে ও বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হকের সঞ্চালনায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, প্রাক্তন সিভিল সার্জন ডাঃ ইমার উদ্দিন কায়েস, ওসি তদন্ত মতিয়ার রহমান প্রমূখ। এছাড়াও পপুলার ডায়াবেটিক এন্ড হেলথ্ কেয়ার সেন্টারের আয়োজনে পুরাতন বাজারে এবং ডায়াবেটিক এন্ড হেলথ্ কেয়ার সেন্টার, বিরামপুর এর আয়োজনে কলেজ বাজারে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলাদাভাবে কর্মসূচি পালন করা হয়।