অস্ট্রেলিয়া নয়, পাকিস্তানকেই ফাইনালে দেখছেন লারা
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লারা লিখেছেন, ‘অস্ট্রেলিয়া খুবই বিপজ্জনক দল। তাদের একটি শক্তিশালী লাইনআপ রয়েছে। যে কাউকে হারাতে পারে তারা। কিন্তু পাকিস্তানের বোলিং ও ব্যাটিং দক্ষতা রয়েছে, যার মাধ্যমে অসিদের আটকে রাখতে এবং নিজেদের ফাইনালে তুলতে পারে।’
বিশ্বকাপের চলতি আসরে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে পাকিস্তানের এই দলটি। কী নেই এই দলে! যেমন তাদের বোলিং দক্ষতা, তেমনি ব্যাটিং প্রদর্শনী।
অধিনায়ক বাবর আজম আর উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের উদ্বোধনী জুটি এবার সবার নজর কেড়েছে। এছাড়া দুই অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালেক ও মোহাম্মদ হাফিজরাও নিজেদের চেনাচ্ছে নতুন করে।