বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

মেহেরপুরে দু`প্রার্থীর মধ্যে সংঘর্ষে ২ নিহত : অর্ধশতাধিক আহত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার

আজ সােসবার সকাল ৯টার দিকে লক্ষিনারায়নপুর ধলা গ্রামে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাথুলী ইউপি নির্বাচনে ৭ নং ওয়ার্ডের দু'মেম্বর প্রার্থী আজমাইন হােসেন ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতিয়ার রহমানকে কর্মীদের মধাে সকালে ভােট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে।

প্রার্থী আজমাইন হােসেন টুটুলের লােকজন ভােট চাইতে গেলে,আতিয়ারের কর্মীরা বাধা প্রদান করেন। এসময় দু'পক্ষের লােকজনের মধাে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে আজমাইন হােসেন টুটুলের  ২ জন কর্মী নিহত হয়। এবং উভয়পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হয়। আহতদের মধাে ৪ জন আশঙ্কাজনক রয়েছে।  আহতদের গাংনী, মেহেরপুর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে থানায় নিয়েছে। এদিকে মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।