বিরামপুরে বিএনপি`র বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার
এদিন সন্ধ্যায় দিবসটি উপলক্ষে পৌর শহরের স্টেশন রোডে বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম।
এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মিঞা শিরন আলম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, পৌর যুবদলের আহবায়ক তছলিম উদ্দিন মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার,
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, সদস্য সচিব আরিফুর রহমান রাসেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজ্জাসী বাদশা, মুকুন্দপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আমিরুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আলী হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ২নং ওয়ার্ড বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ইমন সরকার, নাদিম মোস্তফা, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি একরামুল হক প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।