দেখে নিন ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মুখোমুখি পরিসংখ্যান
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৬:০৩ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার

এখনও নিশ্চিত হয়নি দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের টিকিট। আজ শেষ ম্যাচে ইংল্যান্ডকে ভালো ব্যবধানে হারাতে পারলে অস্ট্রেলিয়াকে টপকে শেষ চারে উঠতে পারবে প্রোটিয়ারা। অন্যথায় সুপার টুয়েলভেই থামতে পারে তাদের যাত্রা।
এই ম্যাচের আগে দেখে নেয়া যাক টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান
মোট ম্যাচ ২২
ইংল্যান্ডের জয় ১১
দক্ষিণ আফ্রিকার জয় ৯
ফলহীন ১, টাই ১
সর্বোচ্চ দলীয় সংগ্রহ
ইংল্যান্ড: ২৩০/৮, মুম্বাই ২০১৬
দক্ষিণ আফ্রিকা: ২৪১/৬, সেঞ্চুরিয়ন ২০০৯
সর্বনিম্ন দলীয় সংগ্রহ
ইংল্যান্ড: ১১১, নটিংহাম ২০০৯
দক্ষিণ আফ্রিকা: ১২৯, ব্রিজটাউন ২০১০
সর্বোচ্চ ব্যক্তিগত রান
ইংল্যান্ড: ৩৯০, জস বাটলার
দক্ষিণ আফ্রিকা: ৩৯০, এবি ডি ভিলিয়ার্স
ব্যক্তিগত সেরা ইনিংস
ইংল্যান্ড: ৯৯*, ডেভিড মালান
দক্ষিণ আফ্রিকা: ৯৪, লুটস বসম্যান
সর্বোচ্চ উইকেট
ইংল্যান্ড: ১৫, ক্রিস জর্ডান
দক্ষিণ আফ্রিকা: ১২, লুঙ্গি এনগিডি
সেরা বোলিং ফিগার
ইংল্যান্ড: ৩/২৩, রায়ান সাইডবটম
দক্ষিণ আফ্রিকা: ৪/২১, ইমরান তাহির