বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায়  কালাইয়ে চেয়ারম্যান হচ্ছেন আ’লীগ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার

এবার তিনি টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি হচ্ছেন পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মোহাম্মদ আলী ফকিরের পুত্র ও কালাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহফুজার রহমান মন্টু ফকিরের ছোট ভাই এবং কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের আপন চাচা।

অপরদিকে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য একজন ও সাধারণ সদস্য দুইজন বিনা প্রতিদ্বন্ডিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। সেখানে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সাধারণ সদস্য পদে একক প্রার্থী থাকায় গত বৃহস্পতিবার যাচাইবাছাই শেষে এমন তথ্য দিয়েছেন উপজেলা নির্বাচন অফিস। বিনা প্রতিদ্বন্ডিতায় পুনট ইউপির চেয়ারম্যার নির্বাচিত হচ্ছেন জেলা আওয়ামীলীগের সদস্য মো. আব্দুল কুদ্দুস ফকির। একই ইউপির ৪. ৫. ৬নং ওয়ার্ডেও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা.মারুফা ইয়াছিন, ৩নং সাধারণ ইউপি সদস্য মো. আফজাল হোসেন মন্ডল ও ৬নং ওয়ার্ডেও মো. আবু সাঈদ সরদার নির্বাচিত হতে যাচ্ছেন।

কালাই উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে জয়পুরহাটের কালাই উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বরে। সেই তফসিল অনুযায়ী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২ নভেম্বরে উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩জন প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২জন ও সাধারণ সদস্য পদে ১৮২জন মনোননয়নপত্র দাখিল করেন। এই নির্বাচনে গতকাল ৪ নভেম্বরে কোন প্রকার বাধা বিগ্ন ও সমস্যা ছাড়াই শান্তিপূর্ন পরিবেশে সকল মনোনয়ন পত্রগুলো যাচাই-বাছাইয়ে শেষে ৩ জনের মনোনয়নপত্রে ভূলভ্রান্তি থাকায় তা বাতিল ঘোষণা করেন। তারা হলেন জিন্দারপুর ইউপির সদস্য ২জন ও উদয়পুর ইউপির সদস্য ১জন।

অন্যসব প্রার্থীদেরকে মনোননয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এই নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর এবং ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর। এই উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক লাখ, তিন হাজার ৪শ ৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৮ জন এবং মহিলা ভোটার ৫২ হাজার ৪শ ৭৮ জন এমটি তথ্য দিয়েছেন কালাই উপজেলা নির্বাচন অফিস। কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা ও মাত্রাই, পুনট ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ রিটার্নিং অফিসার মো.রফিকুল ইসলাম বলেন, এই নির্বাচনে ৪ নভেম্বরে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ঐসব প্রার্থীদেরকে মনোননয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তার মধ্যে উপজেলার পুনট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ডিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। একই ভাবে পুনট ইউপির ৪. ৫. ৬নং ওয়ার্ডেও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা.মারুফা ইয়াছিন, ৩নং সাধারণ ইউপি সদস্য মো. আফজাল হোসেন মন্ডল ও ৬নং ওয়ার্ডেও মো. আবু সাঈদ সরদার নির্বাচিত হতে যাচ্ছেন। তবে নির্বাচনি তফসিল অনুয়ায়ী ২৮ নভেম্বর ভোট শেষে অন্যদের সঙ্গে তাঁদের গেজেট প্রকাশ করা হবে।