লাকসাম উত্তরদা ইউপি’র ৯ ওয়ার্ডে আওয়ামীলীগের উঠান বৈঠক সমাপ্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:০২ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
উক্ত ইউপি’র ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক উঠাণ বৈঠকগুলোতে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন, উপজেলা ও ইউপি আ’লীগসহ অঙ্গসংগঠনের শীর্ষনেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদের মধ্যে উপজেলা আ’লীগ নেতা বশির উল্লাহ বাচ্চু, মাষ্টার শাহাদাত হোসেন, তোফাজ্জল হোসেন, ইউপি আ’লীগ নেতা মাষ্টার কাজী নুরুল আলআমীন, আবু বক্কর ছিদ্দিক, অধ্যাপক মঞ্জুর আলম, মোজাম্মেল হক মামুন, বর্তমান-সাবেক চেয়ারম্যান- মেম্বার, ইউপি-ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিনাপ্রতিদ্বন্দিতায় ৬নং উত্তরদা ইউপির চেয়ারম্যান পদে তরুন সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ ইমাম হোসেন, সংরক্ষিত মহিলা আসনে ১,২,৩নং ওয়ার্ডে আনোয়ারা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডে নুরুন নাহার বেগম এবং ৭,৮,৯ ওয়ার্ডে সাবিনা আক্তার নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সাধারণ সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে ওই ইউপি’র ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক উঠান বৈঠকের স্থানগুলো হচ্ছে, ১নং ওয়ার্ড মেম্বার জুনায়েদ মির্জার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ডে মেম্বার মাকছুদুর রহমান হারাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডে মেম্বার বিল্লাল হোসেনের পোলইয়া ঈদগাঁও মাঠ,
তপইয়া আমিন আক্কাছ মিয়ার বাড়ী ও মনপাল আমিন গণি মিয়ার বাড়ি, ৪নং ওয়ার্ড মেম্বার আবদুল মতিনের নাড়িদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিকধাইর ঈদগাহ মাঠে, ৫নং ওয়ার্ডে মেম্বার অহিদুর রহমানের আতাকরা গ্রামে, ৬নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেনের রামারবাগের নিজ বাড়ি ও মামীশ^র কেজি স্কুল মাঠে তবে ওই গ্রামের হাজিরপুল এলাকায় স্থানীয় দলীয় কিছুলোক বিশাল শো-ডাউন করলেও নব-নির্বাচিত চেয়ারম্যান ইমাম হোসেন কৌশলগত কারনে সেখানে উপস্থিত হননি, ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোসেনের ঠেঙ্গারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাটিয়াভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ৮নং ওয়ার্ড মেম্বার খ.ম রিয়াদের উত্তরদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খিলপাড়া ঈদগাহ মাঠে এবং ৯নং ওয়ার্ড মেম্বার আবু ছায়েদের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।