টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ স্কটল্যান্ডের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:৫২ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

সুপার টুয়েলভে দুই ম্যাচ খেলে একটি করে জয়-পরাজয় নিউজিল্যান্ডের। সমান ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি স্কটিশরা। অর্থাৎ তাদের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ এই ম্যাচ।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি।
স্কটল্যান্ড একাদশ
কাইল কোয়েতজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলিয়ড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, সাফইয়ান শরিফ, অ্যালাসডায়ার ইভানস, ব্র্যাড হোয়েল।