জয়পুরহাটে জাতীয় যুব দিবস পালিত
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ১ নভেম্বর ২০২১ সোমবার
’দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনে জয়পুরহাটে পালিত দু’দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে যুব ভবন ও যুব সংগঠন এলাকায় পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান এবং ’দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” মাদক ও সন্ত্রাস, জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা যুব ভবনের হলরুমে অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: মতিয়ার রহমান। জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষনের সনদ বিতরন সহ জেলার শ্রেষ্ঠ সফল যুব সংগঠক ও আত্মকর্মীর মাঝে সনদপত্র প্রদান ও যুব উন্নয়ন অধিদপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।