বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন 

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

বুধবার ২৭-অক্টোবর দুপুর ২ টার সময় মাগুরা জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করা হয়। মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোঃ ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আলী আহমেদ, মাগুরা পৌরসভার সাবেক মেয়র ইকবাল আক্তার খান কাফুর সহ প্রমুখ বিএনপির নেতা ও কমীবৃন্দরা।

এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি মুন্সি মাহফুজুল ইসলাম ডলার, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন। আরো উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট সাকিব মাহমুদ মানিক, মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মহাসীন আলী, মহম্মদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ মুসল্লী, শালিখা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সোহেল রানা, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ হোসেন সহ ৪  উপজেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ।