বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

মান্দায় সাবেক ইউ’পি চেয়ারম্যান বাবুল চৌধুরী  মনোনয়ন ফরম জমা 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২৮ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

 এসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক নেতা  মকলেছুর রহমান মকে, ডাঃ ইকরামুল বারী টিপু, মনোজিৎ কুমার , আবুল কালাম আজাদ, মোজাম্মেল হক মুকুল, তোফাজ্জল হোসেন টুকু,এনামুল হক মাষ্টার, সামসুল ইসলাম বাদল,সামসুল ইসলাম চৌধুরী,  শাহ আলম চৌধুরী,  নাজিম উদ্দিন মোল্লা, এমরান হোসেন বাচ্চু,সাহাদৎ হোসেন বাবু,গোলাম রাব্বী এবং মেহেদী হাসান মিঠু প্রমূখ ।

উল্লেখ্য,তৃতীয়ধাপে নির্বাচনের তফসিল ঘোষনার পর এ মনোনয়ন ফরম উত্তলোন এবং জমা দেন তিনি । তার  মনোনয়ন ফরম উত্তলোন এবং জমা  দেয়ার খবর শুনে  গণেশপুর ইউনিয়নের সকল স্তরের  নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলমত নির্বিশেষে তিনি সকলের সার্বিক সহযোগীতা এবং দোয়া কামনা করেছেন।

মান্দা উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ বলেন,তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে।  সম্প্রতি নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

এর মধ্যে মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়নও রয়েছে। এবারের নির্বাচন হবে স্বচ্ছ।   নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলারও আহব্বান জানান তিনি।  ঘোষিত তফসিল অনুযায়ী, ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর।