কুমিল্লার ঘটনায় সরকারকে দায়ী করে যা বললেন ফখরুল
তরুণ কন্ঠ ডেস্ক
প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার

বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে।
তিনি বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। বিএনপি নেতাদের নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে মামলা দেওয়া হচ্ছে।
দেশে সংঘটিত প্রতিটি ঘটনায় সরকারি দলের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।