মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

৪৬ রানে ৪ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার

দলীয় ২৩ রানে ফেরেন ওপেনার টেম্বা বাভুমা, রিশি ভেন দার ডুসেন ও আরেক ওপেনার কুইন্টন ডি কক।  শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। 

প্রথমে ব্যাটিংয়ে নেমেই ইনিংসের দ্বিতীয় ওভারে গ্লেন ম্যাক্সওয়েলে স্পিনে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। 

তিনে ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই জশ হ্যাজলউডের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রিশি। জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ফেরেন আরেক ওপেনার ডি কক। 

১৩ বলে মাত্র ১৩ রান করেন পেট কামিন্সের শিকার হয়ে ফেরেন হেনরি ক্লেসেন। তার বিদায়ের মধ্য দিয়ে ৮ ওভারে ৪৬ রানে ৪ উইকেট হারায় আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, রিশি ভেন দার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিনস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।