মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে স্কটিশরা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার

তৃতীয় ওভারে বাঁহাতি পেসার কাবুয়া মোরেয়ার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন কোয়েতজার (৬ বলে ৬)। জর্জ মুনসে তার তুলনায় মারমুখী ছিলেন। কিন্তু পরের ওভারে তিনিও সাজঘরের পথ ধরেন।

চাদ সপারকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন মুনসে (১০ বলে ১৫)। ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্কটিশরা।

সেখান থেকে ম্যাথিউ ক্রস আর রিচি বেরিংটনের দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়িয়েছে স্কটল্যান্ড। তৃতীয় উইকেটে ৯ ওভারে এখন পর্যন্ত তারা অবিচ্ছিন্ন ৮৩ রানে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১০৯ রান। ক্রস আর বেরিংটন দুজনই অপরাজিত ৪২ রানে।