নওগাঁয় পাট বীজ উৎপাদনকারী চাষীদের মাঝে স্প্রে-মেশিন বিতরণ
আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
নওগাঁয় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত চাষীদের মাঝে বিনামূল্যে স্প্রে-মেশিন বিতরণ করেন নওগাঁ সদর-০৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভুগী দুইশত (২০০) জনের মাঝে বিশটি (২০টি) স্প্রে-মেশিন বিতরণ করেন। সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন এর সভাপতিত্বে স্প্রে-মেশিন বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা সহ উপজেলা পরিষদ এবং পাট অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ উপকারভুগীরা উপস্থিত ছিলেন।