সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনবন্ধু নিহত
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ১১:০২ এএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) রাতে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক সড়কের নোয়াগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের জালাল উদ্দিনের ছেলে রিদয় হোসেন (২০), আঙ্গুর মিয়ার ছেলে লায়েক আহমদ (২০) এবং একই গ্রামের সাদিকুর রহমানের ছেলে জামিল মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগাও এলাকার কয়েকজন বাজার শেষে বাসায় ফেরার পথে রাস্তায় মোটরসাইকেল সহ তিনজনকে পরে তাকতে দেখেন এবং তারা চিকিৎকার চেছামেচি শুরু করলে স্থানীয় লোকজন দৌড়ে আসে এবং পুলিশকে খবর দেয়। স্থানীয়রা দাড়না করছেন সম্ভবত তিন বন্ধুু সিলেট থেকে সুনামগঞ্জে আসছিল তখন রাস্তা বড় ধরনের কোন যানবাহন তাদের চাপা দিয়ে চলে যায়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে ঘাতক গাড়িকে খোজার চেষ্টা করছে পুলিশ।