এক ঘণ্টার জন্য প্রথমে এসপি পরে ডিসি হলেন স্কুল ছাত্রী
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৬:১৯ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার
দশম শ্রেণির ছাত্রী তাসনিম আজিজ রিমি। ভবিষ্যতে জেলা প্রশাসক ( ডিসি) হওয়ার স্বপ্ন লালন করছেন। ডিসি অথবা এসপি এমন মর্যাদার কর্মকর্তা তার হতেই হবে। আর এ জন্য চাই পড়া লেখা ও জ্ঞানার্জন। তাসনিম আজিজ রিমি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
বুধবার (১৩ অক্টোবর) এক ঘণ্টার জন্য প্রতীকী জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল রিমিকে। গেল বছরও রিমি এক ঘণ্টার জন্য পুলিশ সুপার ( এসপি) হয়ে ছিলেন। একজন নারী বা যুবাকে এগিয়ে নেয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য এমন উদ্যোগ গ্রহণ করে শিশু সংগঠন জেলা এনসিটিএফ ।
দুপুর সাড়ে ১২ টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত প্রতীকী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। তার কাছ থেকে প্রতীকী দায়িত্ব গ্রহণ করেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী। দায়িত্ব নেওয়ার পর তাকে জেলা প্রশাসকের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানায়।
দায়িত্ব নিয়েই ভোলাকে শিশু ও নারী বান্ধব জেলা ও সাইবার বুলিং নির্মূল করার কথা জানান।বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, ইভটিজিং, ধর্ষণ, নারী নির্যাতন বন্ধে, সুপারিশমালা পেশ করেন।পরে ওই প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, বর্তমানে দেশের সরকার প্রধান নারী, বিরোধীদলীয় নেত্রী নারী ,জাতীয় সংসদের স্পিকারও এক জন নারী। সে ক্ষেত্রে প্রান্তিক গ্রাম অঞ্চলের নারী ও কিশোরীরা অনেক পিছিয়ে আছে। তাসনিম আজিজ রিমি ওই কিশোরীদের আইকন হিসেবে পরিচিত পাবে।
এর আগে রিমি ২০২০ সালের ২৮ অক্টোবর এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছিলেন।