বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

কেমন হল টাইগারদের বিশ্বকাপ জার্সি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার


নতুন ডিজাইনের জার্সি গায়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে টাইগারদের জার্সি উন্মোচিত হয়। লাল ও সবুজ দুটি জার্সিই বুধবার থেকে পাওয়া যাবে আড়ং আউটলেটে।

সোমবার রাত ১২টার পর থেকে আড়ংডটকম ও অ্যাপে প্রি-অর্ডার করতে পারবেন ক্রিকেটভক্তরা। বড়দের জার্সি ১৪০০ ও ছোটদের জার্সির দাম ধরা হয়েছে ১০০০ টাকা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওমান ক্রিকেট একাডেমি মাঠে আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তার আগে অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ এখন রয়েছে আবু ধাবিতে।

আবু ধাবিতে মঙ্গলবার প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বৃহস্পতিবারের ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড।

তারপর ওমান ফিরে বাছাইপর্বের বাধা পেরোতে মাহমুদউল্লাহ রিয়াদের দল একে একে লড়বে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমানের বিপক্ষে। বাছাইপর্বের পেরিয়ে বাংলাদেশকে খেলার যোগ্যতা অর্জন করতে হবে মূল আসরের, অর্থাৎ সুপার টুয়েলভে।