বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

শরীয়তপুরে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা

নুরুজ্জামান শেখ ,শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার

শরীয়তপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন২০২১ উপলক্ষে পালং মডেল থানার সভাকক্ষে পুলিশ কর্তৃক আইন-শৃংখলার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় পুলিশ কর্তৃক পালং মডেল থানায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃংখলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন এবং এসআই রাজিব সহ পালং থানার পুলিশ সদস্যবৃন্দ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভায় যারা উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মুকুল চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জি। এ সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার পূজা উদযাপন কমিটি সভাপতি সমীর কিশোর দে, সাধারণ সম্পাদক গোবিন্দ্র চন্দ্র দত্ত।শরীয়তপুর জেলায় মোট পূজামণ্ডপ রয়েছে ৯৩টি এবং সদর উপজেলায় পূজামণ্ডপ রয়েছে ২৯টি। সদর উপজেলার ২৯ টি পূজামণ্ডপের সভাপতি শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এই আইন-শৃংখলার সভায় উপস্থিত ছিল। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা পূজা কমিটির সভাপতি মুকুল চন্দ্র রায়, জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জি, সদর উপজেলার পূজা কমিটির সভাপতি সমীর কিশোর দে, সাধারণ সম্পাদক গোবিন্দ্র চন্দ্র দত্ত, পূজা উদযাপন উপলক্ষে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেড এ সিকদার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যায়নরত নবীন আইনজীবী ও সাংবাদিক রূপক চক্রবর্তী পূজা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন আমাদের শরীয়তপুর জেলার প্রত্যেকটা পূজামণ্ডপে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ভক্তবৃন্দ এবং সাধারণ লোকজন নিশ্চিন্তে নির্ভয় পূজা মন্ডবে আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা যেন এই শারদীয় দুর্গাপূজা আনন্দের সহিত উদযাপন করতে পারি সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে পুরোপুরি সহযোগিতা করা হবে। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পালং থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তার হোসেন। তিনি তার বক্তব্যে বলেন এ মহামারী করোনা কালীন সময়ে  আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃংখলভাবে কিভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা যায় সেদিকে আপনাদের সকলের সঠিক দায়িত্ব পালন করতে হবে। আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সদর উপজেলার প্রত্যেকটি পূজা মন্ডবে নিরাপত্তার ব্যবস্থা করা হবে।