ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ আটক ২
সেকান্দর আলী (ময়মনসিংহ ব্যুরো চীফ)
প্রকাশিত : ০২:৪৪ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৩ অক্টোবর ২০২১ তারিখ ১৭.১৫ ঘটিকায় কোতোয়ালী থানাধীন নাটকঘরলেন বাইলে থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ ফারুক হোসেন (৩০), পিতা মৃত-আনোয়ার হোসেন, মাতা মৃত-নাজমা বেগম, সাং-৩৩ নাটকঘর বাইলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং এসআই আনোয়ার হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০৩ অক্টোবর ২০২১ তারিখ রাত ২২.১৫ ঘটিকায় ফুলবাড়ীয়া থানাধীন ভালুকাজান থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ২। মোঃ জাহিদ হাসান (২৫), পিতা-লাল মিয়া, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-গৌরীপুর ৭নং ওয়ার্ড ফুলবাড়ীয়া পৌরসভা, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
০২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার ও ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় ও ফুলবাড়ীয়া থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।