ময়মনসিংহে গোয়েন্দা শাখার অভিযানে ২৪০ গ্রাম হেরোইনসহ আটক ০৫
সেকান্দর আলী (ময়মনসিংহ ব্যুরো চীফ)
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ৩ অক্টোবর ২০২১ রোববার

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সফিকুল ইসলাম অফিসার-ইনর্চাজ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশনায় এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০২ অক্টোবর ২০২১ তারিখ দুপুর ১২.০৫ ঘটিকায় মোহাম্মদ আলী রোডস্থ জিলা স্কুলের সামনে থেকে ২০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী ১। মোছাঃ রোজিনা আক্তার রোজি (স্বপ্না) (২৭) স্বামী বাবুল মিয়া, সাং হরিপুর নামাপাড়া, ৮ নং ওয়ার্ড, থানা তারাকান্দা, পিতা- হাছু শেখ (হাসেন আলী), মাতা আনজিরা খাতুন, সাং চর ভবানীপুর, থানা কোতোয়ালী, এ/পি সাং মোহাম্মদ আলী রোডস্থ জনৈকা ডাঃ মেহনাজ তাবাসসুম (মুমু) এর বাসার নিচ তলার ভাড়াটিয়া, (ময়মনসিংহ জিলা স্কুলের পিছনে), থানা কোতোয়ালী, ২। মোছাঃ নাজমা আক্তার (৩৬) পিতা- হাছু শেখ (হাসেন আলী), মাতা আনজিরা খাতুন, সাং চর ভবানীপুর, থানা কোতোয়ালী, এবং ৩। মোছাঃ হাসনা বেগম (৩৫) স্বামী তাজুল ইসলাম মন্টু, সাং বানাটি আউটারগাতী, থানা নান্দাইল, সর্ব জেলা ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন যাবৎ পাইকারী ও খুচরা হেরোইন ব্যবসা করে আসছে বলে স্বীকার করে।
অপর আরো একটি সফল অভিযানে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ০২ অক্টোবর ২০২১ তারিখ রাত ২২.৪০ ঘটিকায় দিঘারকান্দা বাইপাস থেকে ৪০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ উজ্জল মিয়া (৩০), পিতা-মোঃ আঃ রহিম, মাতা-মোছাঃ অজুফা, ২। মোঃ শরিফ (২৭), পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, মাতা-মোছাঃ সুফিয়া খাতুন, উভয় সাং-ঘাটুরী, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন যাবৎ পাইকারী ও খুচরা হেরোইন ব্যবসা করে আসছে বলে স্বীকার করে।
০৫ মাদক ব্যাবসায়ী গ্রেফতার ও ২৪০ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।