শোকজের বিষয়ে যা বললেন গাজীপুরের মেয়র
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ৩ অক্টোবর ২০২১ রোববার
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ কারণ দর্শানোর নোটিস দিয়েছে।
রোববার (৩ অক্টােবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া আরটিভি নিউজকে রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
কারণ দর্শানোর নোটিসের প্রেক্ষিতে গাজীপুরের মেয়র বলেন, সময়মতো চিঠির জবাব দেওয়া হবে।
এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেও শোকজ দেয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বিতর্কিত মন্তব্য করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।
পরে একটি ভিডিওবার্তায় মেয়র দাবি করেন, ফেসবুকে ভিডিও সুপার এডিট করে তাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে। তিনি ইতোমধ্যে তার আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। তিনি ওই ভিডিওটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।