সৈয়দপুর-চট্রগ্রাম রুটে সরাসরি ফ্লাইটের উদ্বোধন
মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর রুটে ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। বৃহঃস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এই রুটের বিমান চলাচলের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম, ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান সহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেন,‘বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা আমরা নিব। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশকে সুইজারল্যান্ড মত করে গড়ে তোলার লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি আরো বলেন,‘সৈয়দপুরে নতুন দিগন্তের উন্মোচন হলো সরাসরি সৈয়দপুর-চট্রগ্রাম রুটে বিমান চলাচলের উদ্বোধনের মাধ্যমে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দরকে আন্তজার্তিক বিমান বন্দর হিসেবে গড়ে তোলার ঘোষনায় আমাদের পাশ্ববর্তী প্রতিবেশী দেশগুলো আমাদের ধন্যবাদ জানিয়েছে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তজার্তিক বিমান বন্দরে উন্নিত করণে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি কিন্তু করোনা পরিস্থির কারণে সে কাজে কিছুটা বিলম্ব হচ্ছে।’
ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে স্বাধীনতার সুবণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে অভ্যন্তরীণ রুটের বিস্তৃতি ঘটানোর লক্ষে সৈয়দপুর থেকে চট্রগাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছি। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন এই রুটে বিমান চলবে তারপর পর্যায়ক্রমে যাত্রী সংখ্যা বিবেচনা করে ফ্লাইট বাড়ানো হবে। প্রতি রবি, মঙ্গল ও বৃহঃস্পতিবার সৈয়দপুর থেকে দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্রগামের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং একই দিন সকাল ১০টা ৪৫মিনিটে চট্রগ্রাম থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। সকল প্রকার ট্যাক্স ও সারসার্জ সহ সৈয়দপুর থেকে চট্রগ্রাম ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৬হাজার ২০০টাকা ও রিটার্ন ভাড়া ১২৪০০টাকা নির্ধারণ করা হয়েছে।