বানিয়াচংয়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্টিত: পৈল’র নৌকা বিজয়ী
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৬:২৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
এস এম খোকন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামের পাশ্ববর্তী কুশিয়ারা নদীতে নৌকাবাইচে ৪টি নৌকা অংশনেয়। এরমধ্যে হবিগঞ্জের পৈলগ্রামের নৌকাকে প্রথম স্থান অধিকার পুরস্কার হিসেবে করায় ১টি গরু, বানিয়াচং উপজেলার বাগাহাতা গ্রামের নৌকা দ্বিতীয় স্থান অধিকার করায় ১টি ছাগল ও দৌলতপুর গ্রামের নৌকা তৃতীয় স্থান অধিকার করায় ১টি মোবাইল ফোন প্রদান করা হয়। বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাশেম চৌধুরী প্রধান অতিথিহিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সাবেক মেম্বার মঈন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জল, কাগাপাশা ইউপি ছাত্রলীগ নেতা এম এ কাশেম, সাংবাদিক শেখ সজীব হাসান প্রমুখ। নেকৈাবাইচে বিভিন্ন এলাকা থেকে অন্তত কয়েক হাজার দর্শক অংশ নেন।