বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

কুমিল্লার চৌদ্দগ্রাম পুলিশের অভিযানে ২৫ আসামি গ্রেফতার

সাইফুল ইসলাম ফয়সাল

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) ভোরেচৌদ্দ্গ্রাম থানাসহ আশপাশের থানা এলাকায় অভিযান চালিয়ে সাজা পরোয়ানাসহ ২২ জন ওয়ারেন্টভূক্ত আসামি এবং মাদক মামলায় গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ ০৩ জন সর্বমোট ২৫জন আসামি গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত উল্লেখযোগ্য আসামিরা হলো- ৮৫ বোতল ফেন্সিডিলসহ উপজেলার চিওড়া ইউপির রামপুর গ্রামের হাবিবুর রহমানপ প্রকাশ বেচু মিয়ার পুত্র মজিবুর রহমান প্রকাশ মইজ্জা চোরা (৪৪), ৫০ পিস ইয়াবাসহ একই উপজেলার কালিকাপুর ইউপির বদরপুর গ্রামের আবুল মিয়ার পুত্র মোঃ ইমন (২০), সাজাভুক্ত আসামী একই ইউনিয়নের জামপুর গ্রামের আতর ইসলামের পুত্র হুমায়ুন কবির, ঘোলপাশা ইউপির আমানগন্ডা গ্রামের নুরুল ইসলামের পুত্র জাহিদ হোসেন, আতাকরা গ্রামের মৃত সেলিম চৌধুরীর পুত্র সোহেল, একই গ্রামের দুলাল মিয়ার পুত্র নবী, জগমোহনপুর গ্রামের আব্দুল হাইয়ের পুত্র ইদ্রিস, পূর্ব কাশিপুর গ্রামের মৃত বলু মিয়ার পুত্র রুবেল, চরপাড়া গ্রামের রফিক মিয়ার পুত্র জাহিদ, বাতিসা গ্রামের মোক্তার হোসেনের পুত্র চাচী মিয়া, দূর্গাপুর গ্রামের আলী মিয়ার পুত্র সোহেল রানা এবং গুজরা গ্রামের আব্দুল মজিদের পুত্র মজিবুল হক। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ত্রিনাথ সাহা জানান, মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত এবং মাদকসহ গ্রেফতারকৃত ২৫জন আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।