নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত
সেকান্দর আলী, (ময়মনসিংহ ব্যুরো)
প্রকাশিত : ০৮:১২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে ২২ সেপ্টেম্বর, বুধবার ২০২১ খ্রিঃ তারিখ জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে এবং জেলা প্রশাসন ময়মনসিংহ এর সহযোগিতায় নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ এর সভাপতিত্বে উক্ত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাছিমা বেগম, এনডিসি, মাননীয় চেয়ারম্যান,জাতীয় মানবাধিকার কমিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।