মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

বয়স যেন তার বাড়েই না!

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

ঢাকাই চলচ্চিত্রের অনন্য সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তার রূপের কথা বলতে গেলে হয়ত কমই বলা হবে। কারণ এখনও এই নায়িকা যেভাবে তার দ্যুতি ছড়াচ্ছেন তাতে ঈর্ষান্বিত অনেকেই। তার রূপ যেন দিন দিন বেড়েই চলেছে। দেখে মনে হয়, বয়স তার বাড়ছে বরং কমছে। চলচ্চিত্র বা টিভি পর্দায় এই নায়িকাকে তেমন তাকে দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি খুবই জনপ্রিয়।
 এছাড়া, পূর্ণিমাকে তিন প্রজন্মের নায়িকা বা ক্রাশও বলা হয়। কারণ আগের প্রজন্ম থেকে বর্তমান প্রজন্মতেও খুবই পছন্দের নায়িকা তিনি। তাকে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া হয়ত কঠিনই হয়ে পড়বে।  

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ও ছবি শেয়ার করে খুবই আলোচিত তিনি। টিকটক থেকে শুরু করে নানা ধরনের অ্যাপসের ভিডিও তিনি শেয়ার করেন। সঙ্গে তার একমাত্র মেয়েরও মাঝে মাঝে দেখা মেলে ভিডিওতে।

বর্তমানে সন্তান ও পরিবার নিয়েই ভালই দিন কাটছে এই অভিনেত্রীর। মাঝে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ নামের একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। এছাড়া হাতে তেমন কোন কাজ নেই বলে জানা গেছে।