মসিক মেয়রের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে মাক্স বিতরণ অব্যাহত
সেকান্দর আলী (ময়মনসিংহ ব্যুরোচীফ)
প্রকাশিত : ০৭:১৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ময়মনসিংহে শিক্ষার্থীদের সুরক্ষায় মাস্ক বিতরণ অব্যাহত রেখেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মাস্ক বিতরণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন।
করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকার পর আবার খোলার প্রেক্ষিতে শিক্ষার্থীদের সুরক্ষায় মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে মাস্ক বিতরণ করা হচ্ছে।
আজ হলি ফ্যামিলি স্কুল, ময়মনসিংহ কলেজ এবং পাদ্রি মিশনে মাস্ক বিতরণ করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।