বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

সিলেটে সাংবাদিকেদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সার্চের মানববন্ধন

সিলেট জেলা প্রতিনিধিঃ

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

সিলেটের ৭জন কর্মরত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সাংবাদিক বদরুর রহমান বাবরের মিথ্যা মামলার প্রতিবাদে নগরীর বালুচর পয়েন্টে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

দৈনিক বিজয়ের কণ্ঠের প্রতিনিধি রাজন আহমেদ আরিয়ানের সঞ্চালনায় ও সার্চ মানবাধিকার সোসাইটি সিলেট জেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল হক এনাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি ও দৈনিক ভাটি বাংলা ডটকম ও অনলাইন ভাটি বাংলা টিভি চ্যানেল এর সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব সিলেট জেলা সভাপতি মোঃ ফারুক মিয়া।

বাংলাদেশ রিপোর্টাস ক্লাব সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল গফুর রাজু, , সার্চের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহজাহান ও সাংবাদিক রনি আহমেদ।

এছাড়াও স্থানীয় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন- জোনাকি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল মিয়া, মোঃ ইউসুফ মিয়া, আব্দুল্লাহ্ মিয়া প্রমুখ। 

প্রসঙ্গতঃ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সার্চের সিলেট জেলা সহ-সভাপতি মোঃ মোহন আহমেদ এর আইডি কার্ডের কপি বে আইনী ভাবে হাতিয়ে নিয়ে সাংবাদিক বদরুর রহমান বাবর ওয়াল্টন শো-রুম থেকে কিস্তিতে ফ্রিজ ক্রয় করে সময় মতো টাকা পরিশোধ না করার নিজের অজ্ঞাতসারে জামিনদার রাখা মোহন আহমেদকে ওয়াল্টন শো-রুম থেকে যোগাযোগ করলে বাবরের প্রতারণা প্রকাশ পায়। 

প্রতারিত মোহন আহমেদ স্থানীয় ভাবে মান্যগণ্য ব্যক্তিদের সহযোগিতায় বিষয়টি নিষ্পত্তি করতে না পারায় ২৮ আগষ্ট শাহপরান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।মোহনের জিডি'র আলোকে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রত্রিকায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক বাবর সিলেটের সাইবার ট্রাইবুনালে ১৫ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। 

উক্ত মামলায় মোহন আহমেদ কে ১ং বিদায়ী করে সংবাদ প্রকাশের কারণে বিজয়ের কণ্ঠের প্রতিনিধি রাজন আহমেদ আরিয়ান,সিলেটের সমাচার ও দৈনিক ভাটি বাংলা ডটকম প্রতিনিধি তুহিনুর রহমান শাহজাহান,ও সংবাদ প্রকাশের জন্যে দৈনিক ভাটি বাংলার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম, চেয়ারম্যান মোঃ এনামুল হক এনাম ও সম্পাদক মণ্ডলীর সভাপতি আমেরিকা প্রবাসী তোফায়েল আহমেদ চৌধুরীকে বিবাদী করে এবং দৈনিক বিজয়ের বানী প্রত্রিকার সংবাদকর্মী রনি আহমেদ ও বাবরের নির্দেশে মোহন আহমেদ এর বিরুদ্ধে সাজানো মামলার বাদী না হওয়ায় এবং জিডি করার জন্য সৈয়দ কমরুন নেছা নামক এক গৃহিণীকে সাইবার ট্রাইবুনালের মামলায় আসামি করা হয়। 

মানববন্ধনে বক্তারা সাংবাদিক বাবরের বিরুদ্ধে সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মের মাধ্যমে এলাকার জনস্বার্থে বিঘ্ন ঘটানো সহ নানান অপকর্ম তুলে ধরে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সিলেটের গণমাধ্যম কর্মীরা।