দেড় বছর পর মুখরিত শান্তিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
জামিউল ইসলাম তুরান
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রোববার
করোনাভাইরাসের কারণে সারাদেশের মতো প্রায় দেড়বছরেরও বেশি সময় বন্ধ ছিল শান্তিগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।
রবিবার (১২ সেপ্টেম্বর) ১৮ মাস পর প্রতিষ্ঠানগুলো মুখরিত হয়ে উঠেছে শিক্ষক-শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণায়। দীর্ঘদিন পর বইয়ের ব্যাগ কাঁধে স্কুল ড্রেস পরিধান করে স্কুলে যাওয়ার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে আড্ডা আর শিক্ষকদের সাথে পাঠদানে ফিরেই এই আনন্দ তাদের।
এদিকে, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের বরণ করতে নানা আয়োজন নিতে দেখা গেছে শিক্ষা প্রতিষ্ঠানে। সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করতে দেখা যায় শিক্ষার্থীদের। স্বাস্থবিধি মেনে প্রায় দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণা শিক্ষকদের মুখেও ফুটিয়েছে হাঁসি। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।
পাগলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দেড় বছর পর ক্লাসে এসেছি। বন্ধুদের সাথে দেখা হল। স্যার-ম্যামদের সাথে আবারও পাঠদান করা হল। খুব খুশি লাগছে।
রাইজিং সান কিন্ডারগার্টেনের শিক্ষার্থী রুহান বলেন, স্কুল খুলে দেওয়ায় আমরা অনেক খুশি। প্রতিদিন বন্ধুদের সাথে ক্লাস করবো।
শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণায় প্রতিষ্ঠান প্রাণ ফিরে পেয়েছে বলে জানান রাইজিং সান কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মঞ্জুরুল আলম। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই পাঠদান শুরু করা হয়েছে বলে জানান তিনি।