বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪   কার্তিক ১৫ ১৪৩১   ২৭ রবিউস সানি ১৪৪৬

টঙ্গীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার মাক্স বিতরণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রোববার

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ৫৪৪দিন পর স্কুল কলেজ খোলার পর শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি পালনে স্বাস্থ্যসুরক্ষায় ৩০ হাজার মাক্স বিতরণ করা হয়। গতকাল রোববার গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খানের সার্বিক তত্ত্বাবধানে মহানগর ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব হারুন অর রশিদের ব্যক্তিগত উদ্যোগে ৫৪নং ওয়ার্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাক্স বিতরণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে টঙ্গীর অন্যতম বিদ্যাপিঠ সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়, আল হেলাল একাডেমী, স্কয়ার স্কুল, গোল্ডেন লাইফ আইডিয়াল স্কুল, কনফিডেন্স স্কুল, মামদী মোল্লা উচ্চ বিদ্যালয়, খাঁপাড়া বিদ্যানিকেতন, পাইওনিয়ার স্কুল, মেরিট স্কুল, লেসন আইডিয়াল স্কুল, এক্সিসেলেন্ট স্কুল, আব্দুল মজিদ স্কুল এন্ড কলেজ, টঙ্গী কমার্স কলেজ, আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন মাদ্রাসায় ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠানের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।

এ সময় ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব হারুন অর রশিদ বলেন, মহামারী করোনা ভাইরাসের সময় হতদরিদ্র অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ আর্থিক সহযোগিতা করেছি। মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খানের নির্দেশে মাক্স বিতরণসহ আগামীতে যে কোন দুর্যোগে সামাজিক কাজে সহযোগিতা করে মানুষের সেবা করার অঙ্গীকারে বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে যাবো।